সিরাজগঞ্জে দৈনিক অনুসন্ধানী খবর পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহর হতে “দৈনিক অনুসন্ধানী খবর” নামক একটি নতুন পত্রিকার প্রকাশনা উৎসব উপলক্ষে দোয়া ও শুভকামনা, বেলুন ফেস্টুন উড়িয়ে, পত্রিকাটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১২জুলাই)সকালে অফিসার্স ক্লাবে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ।
এতে সভাপতিত্ব করেন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক অনুসন্ধানী খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক , সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন, দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক দোলন চাপা’র সম্পাদক ফজল-এ খোদা লিটন, সাপ্তাহিক দিক নির্দেশনার ‘ সম্পাদক মাহবুব এ-খোদা টুটুল, চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের উপাধ্যক্ষ, মোঃ হাসান ইমাম তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা যুব মহিলা লীগের যুগ্ন-আহবায়ক ঈশিতা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, অগ্রণী ব্যাংক এস,এস রোড সিরাজগঞ্জ শাখা’র সহকারী মহাব্যবস্হাপক মো ঃ ফরিদুল ইসলাম। প্রধান অতিথি বলেন, দৈনিক অনুসন্ধানী খবর পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এবং সিরাজগঞ্জ থেকে পত্রিকা প্রকাশ করা কঠিন হলেও আশা করছি এ পত্রিকা মুক্তিযোদ্ধা স্বপক্ষের ভূমিকা রাখবে।
দেশ জাতির উন্নয়নের চিত্র তুলে ধরবে। বিগত ৬ বছরে সিরাজগঞ্জ -কামারখন্দের উন্নয়নের চিত্র, মাদক, সন্ত্রাসীরাদের খরব তুলে ধরেছে সিরাজগঞ্জের সাংবাদিকবৃন্দ এজন্য কৃতজ্ঞতা জানাই। আগামীতে এ পত্রিকাটি ও উন্নয়নের সংবাদ – চিত্র ও মাদক, দূর্নীতিবাজ, জঙ্গী,সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখবে, স্বাধীনতার ও মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে ইনশাল্লাহ্।