তাড়াশ

তাড়া‌শে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

তাড়াশ প্র‌তি‌নি‌ধি, সিরাজগঞ্জ: 

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শ উপ‌জেলায় কর্মরত সরকারী কর্মকর্তা-কর্মচারী, মু‌ক্তি‌যোদ্ধা, রাজ‌নৈ‌তিক ব্য‌ক্তিত্ব, জনপ্র‌তি‌নি‌ধি, সামা‌জিক সাংস্কৃ‌তিক সংগঠ‌নের নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় সাংবা‌দিক সংগঠন, এন‌জিও প্র‌তি‌নি‌ধিদের সা‌থে নবাগত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ মতবিনিময় ক‌রে‌ছেন। 
বৃহস্প‌তিবার বেলা ১১ টায়  উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে মাধ্য‌মিক  একা‌ডে‌মি সুপারভাইজার নূরুন নবী’র সঞ্চালনায় এবং তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহা‌নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহ‌াম্মদ।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি, ভাইস চেয়ারম্যান আ‌নোয়ার হো‌সেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান ম‌র্জিনা ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক স‌ঞ্জিত কর্মকার, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তা‌ফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আর‌শেদ আলী, উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা: ফ‌রিদা ইয়াস‌মিন,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সকল ইউ‌পি চেয়ারম্যান প্রমূখ। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবগত সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় জনগন ঘরে বসেই পাচ্ছেন বিভিন্ন দপ্তরের কাঙ্খিত তথ্য।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারের দেয়া কয়েকটি নম্বরে কল করে ফ্রিতে মিলছে সেবা। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হয়, কোনো দপ্তরের এমন কর্মকান্ড বরদাস্ত করা হবে না।