“আনসার ও ভিডিপি সিরাজগঞ্জ”এর আয়োজনে বেসিক কম্পিউটার ও মোবাইল মেরামত প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
“আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিরাজগঞ্জ” এর আয়োজনে ৭০ দিন ব্যাপী চতুর্থ ধাপের (ভিডিপি মহিলা) বেসিক কম্পিউটার ও মোবাইল মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্য্যালয়ে জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত- ই-খোদা এর সার্বিক তত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মূলত বেকার ভিডিপি সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়।
সিরাজগঞ্জ নিউজ২৪ এর সরেজমিন চিত্রে উঠে আসে শান্তি-শৃঙ্গলা-উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্রে আমরা এই লক্ষকে সামনে রেখে সম্ভাবনাময় ও বাংলাদেশের সর্ববৃহত এই বাহিনীর সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত- ই-খোদা এর বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা ও নিপুনতার সহিত সুদক্ষ পরিচালনার চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসা ৩০তম বিসিএস (আনসার) এর এই কর্মকর্তা ইতিমধ্যেই কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য মডেল ও আলোক প্রদীপ হিসাবে।
বাহিনীর সদর দপ্তর, ঢাকা হতে পুরষ্কার বাবদ কোনো অর্থায়ন না থাকলেও জেলা কমান্ড্যান্ট এর নিজ তাগিদে সবাইকে অনুপ্রাণিত করার লক্ষে ১ম পুরষ্কার ০১টি মোবাইল ফোন (বাটন), ২য় পুরষ্কার দেওয়াল ঘড়ি, ৩য় পুরষ্কার দেওয়াল ঘড়ি, ৪র্থ থেকে ১৪ তম স্থান অধীকারীদের ০১টি করে ডায়েরী ও কলম, ১৫ থেকে ২৮ তম স্থান অধীকারীদের একটি করে কলম পুরষ্কৃত করা হয়। এ কোর্সে লিডারের দায়িত্ব পালন এবং কোর্স পরিচালকদের সমন্বয় করার জন্য ৩য় পুরষ্কারপ্রাপ্ত লিডারকে ০১টি হাত ঘড়ি, বিভাগীয় এবং প্রধান প্রশিক্ষক দুজকে দুটি দেয়াল ঘড়ি, উপজেলা প্রশিক্ষিকা দুজন কে ০১টি করে কলম পুরষ্কৃত করা হয়। এ কোর্সে সম্পৃক্ত সকলকে একটি করে কলম পুরষ্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম, সার্কেল অ্যাডজ্যুট্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, চৌহালী। কোয়ার্টার মাস্টার জনাব মোঃ সোহেল রানা, উপজেলা প্রশিক্ষিকা বেলকুচি ও কামারখন্দ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হিসাব রক্ষক ও বিভাগীয় প্রশিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক এস. এম. কামরুল হাসান (আশিক), প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ নুরুল ইসলাম ও প্রশিক্ষনার্থীগণ
সমাপনী অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট, সিরাজগঞ্জ মহোদয় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক আলোচনার পাশাপাশি বলেন, নিজেকে যোগ্য, দক্ষ বিভিন্ন গুণাবলী সমৃদ্ধ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা ও সমাজে মাথা উচু করে নিজের পায়ে দাড়ানোর জন্য নিজেকে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশ ও জনগনের সেবায় কাজ করতে হবে। নিজে সাবলম্বী হতে হবে এবং অপরকেও আগ্রহী করতে হবে। সমাপনী অনুষ্ঠান শেষে কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের একসাথে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় অন্য দপ্তরের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসার সিরাজগঞ্জ সদর সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ প্রীতিভোজে অংশগ্রহণ করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও উন্নতি কামনা এবং সুষ্ঠ, সুন্দর ও নিরাপদে গন্তব্যে যাবার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।