কামারখন্দে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
খাইরুল ইসলাম, (স্টাফ রিপোর্টার) :
সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও তিনজন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার নলকা কাসেম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হলেন, শরিয়তপুর জেলার বকতারকান্দা গ্রামের লতি কাজির ছেলে ফয়সাল ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ গ্রামের আব্দুল লতিফের ছেলে সুরমান ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম স্থানীয়দের সূত্রে জানা যায় , রাজশাহীগামী একটি জ্যাক ট্রাক সামনের একটি মিনি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় দ্রুতবেগে মিনি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জ্যাক ট্রাকটির কেবিনে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। আহত হয় চালকসহ আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।