উল্লাপাড়ায় যুবক নিখোঁজ
সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের মোঃ জামাল মন্ডল এর ২য় পুত্র মোঃ মাজেদ মন্ডল (২৫)নামে এক ব্যক্তি নিখোঁজ। নিখোঁজের বাবার কাছে থেকে জানা যায় তিনি মানষীক ভার্সাম্যহী। গতো ৩রা জুলাই বিকেল ৩টা নাগাদ সে বাসা থেকে বেড় হয়। তার পর কোথাও তাকে খুজে পাওয়া যায়নি। থানায় বিষয়টি জানানো হয়েছে কিনা জানতে চাইলে নিখোঁজের বাবা বলেন বিষয়টি এখনো থানাতে জানানো হয়নি। নিখোঁজের স্বজনদের আবেদন যদি নিখোঁজ ব্যক্তি মোঃ মাজেদ মন্ডলকে কোথাউ দেখা যায় তাহলে আমাদের কে জানাবেন। অনুরোধ ক্রমে নিখোঁজের বাবা মোঃ জামাল মন্ডল। মোবাইল নম্বর ০১৩১৭৪৪৩১২৪
**পোস্টটি শেয়ার করে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সহযোগিতা করুন।