সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে ভাঙন অব্যাহত
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনে অব্যাহত ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী কোন পদক্ষেপ না থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে নদী পাড়ের ৮ গ্রামের মানুষের। যমুনা নদীতে পানি বৃদ্ধি সাথে সাথেই ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বাঐখোলা, বাহুকা, সিংড়া বাড়ী ও পাটগ্রাম এলাকা। প্রতিদিনই ভাঙনের কবলে পড়ে নদীতে বিলীন হচ্ছে এসব এলাকার বিস্তীর্ণ জনপদ। যমুনা নদীর পানি বৃদ্ধির পাশাপাশি ভাঙন অব্যাহত থাকায় হুমকির মধ্যে রয়েছে গান্দাইল ও রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া,বাহুকা, সিংড়াবাড়ী, চিলগাছাসহ নদী তীরবর্তী আট গ্রামের লাখো মানুষ। প্রতিদিনের অব্যাহত ভাঙনে এসব এলাকার ফসলি জমি, গাছপালাসহ আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে কর্তৃপক্ষ এখনও কোন পদক্ষেপ না নেয়ায় ভাঙন আতঙ্কে অসময়ে ফসল কাটতে বাধ্য হচ্ছেন তারা। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প জমা দেয়া হয়েছে বলে জানালেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম। ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে, প্রত্যাশা নদী পাড়ের মানুষের।