ভূমিহীন অসুস্থ হাসিকে বাঁচাতে এগিয়ে আসুন
আবির হোসাইন শাহিন :
ভুমিহীন অসুস্থ ছোট শিশু হাসিকে রেখে পালিয়েছে তার বাবা, টাকা না থাকায় চিকিৎসা বন্ধ ফুটফুটে শিশু হাসি সুখের সংসার ছিল লিপির। কিন্ত গত ৫ বছর আগে ইঠাত চায়না পেটে হাসি তখন ১০ মাস বয়স তখনি স্বামী হাফিজুল পালিয়ে যায়।সংসারে নেমে আসে কালো মেঘের ছাড়া। একদিকে ভুমিহীন অন্য দিকে অভাবের সংসার চিকিৎসা করার মত স্যামথ্য না থাকায় চায়না ও তার মা -বাবাকে নিয়ে রাস্তার পাশে অন্য জমিতে ঘর তুলে বসবাস করছে। গত ৪ বছর হাসির পেট শক্ত ও বড় হতে থাকে তখন প্রাথমিক ভাবে এলাকার হাসপাতালে, পরে টাকা না থাকায় কবিরাজি ও হোমোপ্যাথিক ওষুধ খাওয়াতে থাকে। কিন্ত দিন দিন হাসি অবস্থা অবনতি হতে থাকে। এখন হাসি শরির টা ফ্যাকাসে হয়ে গেছে। মাঝে মাঝে ব্যাথায় কান্না করে ছোট শিশু হাসি। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ের পুঠিয়া নতুন পাড়া হালিমা বেগমের নাতী ও চায়না খাতুনের মেয়ে হাসি। হাসির মা চায়না জানান, আমি অন্যর বাড়ীতে সারাদিন দর্জির কাজ করি সপ্তাহে ৭/৮ শত টাকা পাই তা দিয়ে সংসার চালাই আর এলাকায় থেকে কিছু ওষুধ কিনে মেয়েকে খাওয়া। তিনি আরো জানান আমার মেয়ে সারাদিন আমার মায়ের কাছেই থাকে। হাসির ভাল চিকিৎসা করার মত টাকা আমাদের নেই। আপনার সবাই যদি দয়া করে আপনারা সবাই আমার মেয়ে পাশে এগিয়ে আসুন চিকিৎসার ব্যবস্থা করেন। তাইলে আমার মেয়ে সুস্থ হবো ইনশাআল্লাহ। হাসির নানী হালিমা জানান, আমার নাতীকে নিয়ে অনেক কষ্ট করছি। আমার নাতীতে বাঁচাতে আপনারা সবাই চিকিৎসার জন্য এগিয়ে আসুন। হাসির কষ্ট দেখলে বুক ফেটে কান্না চলে আসে আমার। আসুন সবাই মিলে হাসির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার ব্যবস্থা করি পাশাপাশি হাসির মায়ের জন্য একটি সেলাই মেশিনের ব্যবস্থা করি। যারা সরাসরি হেল্প করতে চান এই ঠিকানায় চলে যাবেন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ের পুঠিয়া নতুন পাড়া হালিমা বেগমের নাতী ও চায়না খাতুনের মেয়ে হাসি। যারা টাকা পাঠাবেন, আমাদের ফোন দিয়ে জানাবেন, কারন হিসাব আপডেট পোষ্ট দেওয়া হয়। যোগাযোগ : সাংবাদিক মামুন বিশ্বাস 01722-378461 01777-283829 ( বিকাশ পারসোনাল ) 01832-628000-2(ডাচ-বাংলা রকেট) ব্যাংক একাউন্ট : MD MAMUN BISWAS A/C 157-101-16888 Shahzadpur Branch Sirajgonj, Dutch Bangla Bank Limt,Bangladesh.