কাজিপুরে গান্ধাইল ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন।
কাজিপুুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ৩নং গান্ধাইল ইউনিয়ন শাখা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সোমবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন শাখা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর আসনের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস টিটু’র সঞ্চালনায় উদ্ধোধক উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, প্রধান বক্তা আলী আসলাম, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি শত্তকত হোসেন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ার, সহ-প্রচার সম্পাদক শত্তকত আকবর, গান্ধাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সহ-সভাপতি আসাদ শেখ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, উপজেলা স্বেচ্ছাস্বেকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন আহম্মেদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় পূর্বে ইমরুল কায়েস টিটুকে সভাপতি, জিয়াউর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক, নূরে আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, দীর্ঘ আটবছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো