গনধর্ষনে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন।
নিজস্ব প্রতিবেদক :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গনধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হওয়ায় লোকলজ্জা ও ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছেন ফারজানা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী। ফারজানা আক্তার উপজেলার গারুড়িয়া ইউনিয়নের পূর্ব রবিপুর গ্রামের সালাম ফরাজীর মেয়ে। এবং উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অত্র কলেজের অধ্যক্ষ কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক তালুকদার বাদলের নেতৃত্বে বেলা বারোটার সময় কলেজ প্রাঙ্গনে শিক্ষক ছাত্র-ছাত্রীরা মিলে মানববন্ধনে উপস্থিত হয়ে ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। উল্লেখ্য প্রেমের সম্পর্কের সুত্র ধরে ১২ জুন রাতে ফারজানাকে বন্ধুর ফাঁকা বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে কবাই এলাকার আব্দুল মতিনের ছেলে মোঃ রাজিব। এতে সহযোগিতা করে রাজিবের বন্ধু একই এলাকার তরিকুল ইসলাম, শাওন গাজী, শাওন ফরাজী ও রাসেদ। ধর্ষণ করে রাজিব তার বন্ধুদের সহায়তায় ফারজানাকে তাদের বাড়ির সামনে ফেলে যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ায় ওই দিনই ১২ জুন সকালে ক্ষোভে-অপমানে বিষপান করেন ফারজানা। এরপর অসুস্থ ফারজানাকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করেন স্বজনরা। ১৬ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।