ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের দাবী ১ জুলাইকে জঙ্গীপ্রতিরোধ দিবস ঘোষণা করা হোক ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
১লা জুলাই ২০১৬সালে গুলশান হোলি আর্টিজান বেকারীতে জঙ্গী হামলায় নিহত সকল শহীদের স্মরণে, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ কর্তৃক ১জুলাইকে জঙ্গী প্রতিরোধ দিবস ঘোষণার দাবী জানিয়েছেন। রোববার ( ৩০ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপান শহীদ মিনারের বেদীতে ওই ঘটনায় সকল নিহত আহত ব্যক্তিদের স্মরণে শত শত মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন করে হতাহত ব্যক্তিদের প্রতিগভীর সমবেদনা, সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন। এতে সভাপতিত্ব করেন, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের সভাপতি প্রদীপ সাহা । মোমবাতী প্রজ্জ্বলন কালে বক্তব্য রাখেন, সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক কাজী সোহেল রানা, অর্থ সম্পাদক রিপন সিংহ, সদস্য হোসেন আলী ছোট্র, শুভ, শুভ্র প্রমুখ। বক্তারা সরকারের নিকট জোর দাবী জানিয়ে বলেন, ১লা জুলাইকে জঙ্গী প্রতিরোধ দিবস ঘোষণা করা হোক।