কামারখন্দে ১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
খাইরুল ইসলাম (স্টাফ রিপোর্টার) :
কামারখন্দে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কামারখন্দে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি আটক করেছে কামারখন্দ থানা পুলিশ । শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে কামারখন্দ উপজেলার ডি ডি শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় । আটককৃত ব্যবসায়ি ডি ডি শাহবাজপুর গ্রামের গোলাম আম্বিয়ার ছেলে জিল্লুর রহমান (৪০) । কামারখন্দ থানার ডিউটিরত কর্মকর্তা এ এস আই সঞ্জয় চৌধুরি এবং তার সঙ্গিয় ফোর্সকে সঙ্গে নিয়ে এ এস আই শুসান্ত কুমার, এস আই মহিদুল হাসান এই মাদক ব্যবসায়িকে আটক করেছেন । এ এস আই শুশান্ত জানায়, এই লোকটি অনেকদিন যাবৎ পুলিশের চোখকে ফাকি দিয়ে অনেকদিন যাবৎ ব্যবসা করে আসছিল । গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অনেক রাতে তাকে আটক করি । তারপর এস আই মহিদুল বাদি হয়ে একটা মামলা করে, রবিবার তাকে আদালতে পেরণ করা হবে ।