উল্লাপাড়ায় মা-ছেলে হত্যা আসামির সিকারোক্তি, গ্রেফতার -৭
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া
সিরাজগঞ্জে উল্লাপাড়ার পূর্ব মহেশপুর গ্রামে মা-ছেলে হত্যার দায় স্বীকার করেছে আসামি। হত্যার পরিকল্পনা ও ঘটনার বিবরণ দিয়ে শনিবার (২৯ জুন) বিকালে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারক হাকিম আহসান হাবিবের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আটক আসামি আবুল কালাম আজাদ। তিনি জানান, গ্রামের ৭-৮ জন ছাড়াও ভাড়াটে কয়েকজন খুনি কিলিং মিশনে অংশ নিয়েছে। ঘটনার ৩ দিন আগে বালু মহলে এ হত্যার পরিকল্পনা করা হয় । হত্যার সময় দুজনের মৃত্যু নিচ্চিত করার জন্য পায়ের রগ কাটা হয় । হত্যাকান্ডে ব্যবরিত চাপাতি-২ টি, ছুরি-২ টি ও হাসিয়া-১ টি রবিবার ঐ গ্রামের পার্শ্বের করতোয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে । আসামির জবানবন্দির বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- এলাকায় আধিপত্য বিস্তার, সামাজিকভাবে প্রতিপক্ষকে নাজেহাল করার পূর্ববর্তী বিরোধসহ বালু মহালের ভাগবাটোয়ারার দ্বন্দ্বের জেরে মূলত এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটানয় ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন-উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের পুর্ব মহেসপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৭০), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৬০), আহসান উল্লাহ মাস্টারের ছেলে রহমত উল্লাহ পান্না (৩৮) এবং দুলাল সরকারের ছেলে মনসুর আলী সরকার (২২), মোঃ শাহজাহান আলীর ছেলে মোঃ হাফিজুর রহমান(৩৪), মোঃ আজিজুল হকের ছেলে মোঃ সাঈদুর রহমান(৩৮), মোঃ ওসমান আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন দুলাল প্রাং(৫০) । গত বুধবার রাতে সাবেক সেনা সদস্য আলতাফ হোসেন মুকুল ও তার বৃদ্ধ মা রিজিয়া খাতুন খুন হন। এরপর নিহত সেনাসদস্যের স্ত্রী শামিম আরা বাদী হয়ে ঐ দিনই উল্লাপাড়া মডেল থানায় আসামিদের নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা দায়ের করেন । এ মামলার আলোকে পুলিশ ওই গ্রাম থেকে ১০/১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । আটক কৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল হত্যাকারীদের পরিচয় ।