গাজিপুরে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আবির হোসাইন শাহিন :
গাজিপুরে রাজবাড়ি মাঠে উপমহাদেশের প্রাচীনতম সংগঠন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজিপুর মহানগর কতৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। দলটির পথচলা শুরু হয় ১৯৪৯ সালে ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সভাপতিত্ব করেন আলহাজ্ব এডভোকেট মোঃ আজমত উল্লাহ খান( সভাপতি গাজিপুর মহানগর আওয়ামীলীগ, সদস্য কেন্দ্রীয় কাযনিবাহী কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ) সাবিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন আলহাজ্ব এডভোকেট জাহাঙীর আলম (সাধারন সম্পাদক গাজিপুর মহানগর, মাননীয় মেয়র গাজিপুর সিটি কপোরেশন) অনুষ্ঠানে সমাপনী বক্তৃতায় এডভোকেট আজমত উল্লাহ খান আওয়ামীলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং গভিরভাবে স্মরন করেন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। গভিরভাবে স্মরন করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙবন্ধু শেখ মুজিবুর রহমানকে।গাজিপুর মহানগরকে দলবল নিবিশেষে সবাইকে ঐঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।আলোচনাসভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীত শিল্পী আরিফিন রুমি,ক্লোজ আপ ওয়ান তারকা লিজা,ইবরার টিপু,জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা সহ আরও অনেকে।