বেলকুচি

বেলকুচিতে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত।

আবির হোসাইন শাহিন,নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ বেলকুচিতে সারাদেশের ন্যায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পূলিত হয়েছে। ২৬ জুন রোজ বুধবার বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফসানা ইয়াসমিন, সঞ্চালনা ও উপস্থাপনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নব নিবাচিত উপজেলা চেয়ারম্যান নুরুর ইসলাম সাজেদুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলি শেখ, মেয়র আশানুর বিশাস, থানার অফিসার ইনচার্জ (ওসি)আনোয়ারুল ইসলাম,বেলকুচি উপজেলার আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজি খান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজি সাইদুর রহমান সহ আরও অনেকে।

এসময় বক্তারা মাদকদ্রব্য ব্যবহার ভয়াবহতার নানানবিদ ক্ষতিকর বিষয়ে আলোচনা করেন।এর আগে মাদকদ্রব্য নির্মূল র‍্যালি অনুষ্ঠিত হয়, অনুষ্ঠান শেষে শিক্ষাথিদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।