বেলকুচিতে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকাকে বিদায়ী সংবর্ধনা
আবির হোসাইন শাহিন ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ বেলকুচিতে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকাকে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।দবৃহস্পতিবার দুপুরে বেলকুচি প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বিদায়ী বক্তব্য রাখেন কামরুন নাহার সিদ্দিক। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম,সহকারী কমিশনার (ভুমি) আফসানা ইয়াসমিন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,বেলকুচি থানার অফিসার ইনচাজ (ওসি) আনোয়ারুল ইসলাম, ভাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ভাষানি।