পায়ে হেটে জাতির জনকের ছবি অংকন করছেন রিক্সাচালক রফিকুল ইসলাম
আবির হোসাইন শাহিন নিজস্ব প্রতিবেদক;
সারাদেশের গুরুত্বপূর্ণ স্থান সমূহে পায়ে হেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিখুত ছবি আঁকিয়ে চলেছেন রংপুরের রিক্সা চালক রফিকুল ইসলাম
বঙ্গবন্ধুর আদর্শের অনুসারি একনিষ্ঠ পরিক্ষিত ভক্ত রফিকুল ইসলাম সারাদেশেই বঙ্গবন্ধুর ছবি আঁকা শেষ করবেন।এসব ছবি অঙ্কনের স্বার্থে তিনি রংপুর থেকে পায়ে হেঁটে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার জিয়ারত গন্তব্যের উদ্দেশ্যে সোমবার সন্ধায় আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করেছেন।
এরইধারাবাহিকতায় বুধবার গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যক্তিগত অর্থ ব্যয়ে তিনি মনের মাধুরী মিশিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অংকন করেন ও লাল টুকটুকে পরিবেশ বান্ধব কৃষ্ণচূড়া বৃক্ষের ফুলে ফুলে ভরিয়ে তুলতে উপজেলা ক্যাম্পাসেে একটি চারা রোপন করেন তিনি।
গত ১৩ জুন রংপুর মহানগরীর তাজহাট বাবুপাড়া বটতলা তার নিজ এলাকা থেকে শহরের কাচারি বাজার চত্বরে রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীবের প্রশাসনিক সার্বিক সহায়তায় পদযাত্রা শুরু করেন তিনি।
তার পরিকল্পনা অনুযায়ী পদযাত্রায় গোপালগঞ্রজের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার পর্যন্ত ১১ জেলার জেলা সদর ছাড়াও উপজেলা সমূহের জনসমাগম দর্শনীয় পৃথক ২৬ টি স্থানে বঙ্গবন্ধুর ছবি অংকন করাসহ কৃষ্ণচুড়ার চারাগাছ রোপন করবেন বলে তিনি জানান।
শুধুমাত্র অক্ষর জ্ঞান সম্পন্ন সাধারণ রিক্সা চালক সফলতার ছোঁয়ার সিঁড়ি বেয়ে হয়ে উঠেছেন চিত্রশিল্পী।অবিশ্বাস্য হলেও সত্য চিত্রশিল্পী হবার পিছনে নেপথ্যে রয়েছে অনেক ত্যাগ তিতিক্ষার কথোপকথন।
১৯৮০ সাল থেকে রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করছেন তিনি। সংসারের অভাব মেটাতে রিক্সা চালানোর পাশাপাশি তিনি অব্সর সময়ে প্রেস শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রেসে কাজ করার সুবাদে তিনি কাগজে আটপেপারে স্কেচ করে ছবি আকা শুরু করেন তিনি। ২০১৬ সালের ১৬ ডিসেম্বর রংপুর মহানগরীর তাজহাট বাবু পাড়ার বটতলায় ১ম বঙ্গবন্ধুর ছবি দেওয়ালে অংকর করেন বঙ্গবন্ধু প্রেমি রফিকুল। রফিকুল বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখেছি নিজের চোখে সেদৃশ্য এখনও আমাকে তাড়া করে বেড়ায়। সে কারণেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গুরুত্বপূর্ণ স্থানে আমি বঙ্গবন্ধুর ছবি অংকন করে আসছি যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়।
কৃষ্ণচুড়া চারা রোপনের বিষয়ে রফিকুল জানান,কৃষ্ণচুড়া ফুলের গাছ আমার ভাল লাগে এ গাছ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানে সামনে যদি এ গাছটি থাকে তবে সেখানে মুদ্ধ পরিবেশ তৈরী হবে। সে কারণেই আমি রিক্সা চালিয়ে এ পর্যন্ত প্রায় ‘৪শতাধিক গাছ রোপন করেছি।