সিরাজগঞ্জ কালক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন গেট নির্মাণের ভিত্তি স্হাপন ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর নতুন গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৯জুন) সকালে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও জেলা প্রশাসক সিরাজগঞ্জ কামরুন নাহার সিদ্দীকা এ নতুন গেট নির্মাণের ভিত্তি স্হাপন করেন ।
এ সময় উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইফতেখার উদ্দিন শামীম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনারবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।