সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা নির্বাচনে চলছে ভোট গ্রহন
খাইরুল ইসলাম,( কামার খন্দ প্রতিনিধি):
কামারখন্দে ভোটগ্রহন শুরু ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয় চলবে বিকেল ৫ টা পর্যন্ত। কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্পা খাতুন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ০২ হাজার ৬শ’ ৭২। ৪৯ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ রিপোর্ট তৈরী করা পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম আব্দুর রহিম জানান, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে গতকাল সোমবার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচনে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছেন। কেউ যদি কোন প্রকার সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে নির্বাচনী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করতে হবে।