উল্লাপাড়ায় ধানের উৎপাদন খরচ বাড়লেওন্যাষ্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক

উল্লাপাড়ায় ধানের উৎপাদন খরচ বাড়লেও
ন্যাষ্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে রোপা আমন ধান রোপণ । এই নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক । তবে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক । এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে বিভিন্ন প্রদনা দিয়ে সহযোগিতা করছেন তারা ।
মাঠ থেকে বন্যার পানি নেমে যাওয়ায় চলতি মৌসুমে রোপা আমন ধানের জমি তৈরি ও রোপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক । পাশাপাশি রোপা আমন ধানের চারা তোলা ও রোপন নিয়ে ব্যস্ততা বেড়েছে নারি শ্রমিকদেরও । এরই মধ্যে ৬০থেকে ৭০ ভাগ রোপা আমন ধান রোপন প্রায় শেষ হয়েছে । এ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মাঠ রোপা আমন ধানে সবুজে সবুজে ভরে উঠছে প্রায় ।
কেও জমি প্রস্তুত করছেন, কেও চারা তুলছেন, কেওবা আবার চারা রোপনে সারাদিন ব্যস্ত সময় পার করছেন ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুম ফেলার সময় নেই কৃষি শ্রমিকদের । তবে মজুরি কম হওয়ায় সংসার চলানো কষ্ট দায়ক হয়ে পড়েছে বলে অভিযোগ কৃষি শ্রমিকদের ।
উপজেলার রানিনগর গ্রামের কৃষি শ্রমিক আব্দুল হামিদ, গাড়লগাঁতী গ্রামের মোক্তার হোসেন, জুলহাগ ও কাশেম অভিযোগ করে বলেন খেতে খামারে দিন মজুরি হিসেবে কাজ করে খাই কিন্তু বাজারে দ্রব্যমূল্যের দাম উর্ধগতি হওয়ায় দিন শেষে যে মজুরি পাই তা দ্বারা সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ।
কৃষক বলছে প্রতি বছর কৃষি উপকরণের দাম বাড়লেও বাড়ছে না ধানের দাম । দিন দিন উৎপাদন খরচ বেড়েই চলেছে । তবে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা । বাজারে ধান বিক্রি করতে গেলে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না ।
এদিকে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলছেন বিভিন্ন প্রদনা দিয়ে কৃষকদের সহযোগিতা করছেন । এ পর্যন্ত প্রায় ১৪ শত জন কৃষককে সার, বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করা হয়েছে । এবার উপজেলায় ১১ হাজার ৫০৫ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপন করা হচ্ছে । উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৪ হাজার ৪১৮ মেট্রিক টন । তিনি আশা করছেন আবহওয়া অনুকুলে থাকলে এ লক্ষ্য মাত্রা অর্জন হবে ।


মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৪/০৮/২০২৪

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.