কাজিপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ
ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা।
“দেশের একটি পরিবারও ভূমিহীন-গৃহহীন থাকবে না” মুজিব বর্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে গেল কাজিপুর উপজেলা।
সোমবার (২০’মার্চ) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। এসময় তিনি আরও বলেন, কাজিপুর উপজেলায় মোট ৩৭২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ ভূমিসহ গৃহ প্রদানের মাধ্যমে কাজিপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে উন্নিত হবে। আগামী ২২ মার্চ ২০২৩ কাজিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ২০২ টি পরিবারকে আগেই ২ শতাংশ ভূমিসহ গৃহ প্রদান করা হয়েছিল। আগামী ২২ মার্চ আরো ১৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ ভূমিসহ গৃহ প্রদান করা হবে। এবারের ১৭০ টি ঘরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুরআটা আশ্রয়ণ প্রকল্পে ১৪০ টি এবং উপজেলা প্রশাসন সোনামুখী ইউনিয়নের হাজরাহাটি আশ্রয়ন প্রকল্পে ৩০টি ঘর নির্মান করেছে।
এছাড়াও এই কর্মযজ্ঞে সহযোগিতার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার।
এসময়ে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনীক ইসলাম