সিরাজগঞ্জ

শুচি – সিরাজুম মনিরা

শুচি

সিরাজুম মনিরা

 

আমি তোমাদের আকাশ বলি

কারণ তোমরা বিশালতায় পরিপূর্ণ।

আমি তোমাদের জ্যোৎস্নাও

বলি কেননা তোমরা স্নিগ্ধ।

আবার কখনও বলি

সুবাস! আর বলি কলতান ,

তোমাদের সমুদ্র বলতেও ভালোবাসি,

ভালোবাসি পদ্মফুল বলতে।

তোমরা প্রত্যেকে একেকটি পদ্মফুল!

যা ফোটে অপার সৌন্দর্য নিয়ে ।

আমি তোমাদের আকাশ বলি

কারণ তোমরা শিশু তোমরা পবিত্র।