বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ
মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলের কালিহাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ আগষ্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর সপরিবারে জন্যে দোয়া মাহফিল ও গণভোজ শেষে কোকডহরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাছ বানিয়ারা ইউপি সদস্য সেলিম মিয়ার আয়োজন সন্ধ্যায়কালিন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী,
এসময় অন্যান্যের মধ্যা উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস খন্দকার আব্দুল মাতিন, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ফরিদ নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম লাবলু, কোকডহরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক, পাইকড়া ইউনিয়ন আওয়ামী সহ সভাপতি হাবিবুর রহমান বাবলু, পাইকড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম রেজা, কোকডহরা ইউপি সদস্য সেলিম মিয়া প্রমুখ।
মো. শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি।