সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে গনঅনশন কর্মসূচী

সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ গনঅনশন কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে সকাল ৯টা থেকে গনঅনশন কর্মসূচী শুরু হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মোঃ মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে গণঅনশন কর্মসূচি কালীন সময়ে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণূদাস, রকিবুল হাসান রতন, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তাফাজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নাজমুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল জোয়ারদার, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক লুৎফর রহমান রহমান ভুইয়া, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
-মাসুদ রেজা, সিরাজগঞ্জ।