সরিষাবাড়ীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি :
জাগো বাঙ্গালী রুখো সাম্প্রদায়িক অপশক্তি ,মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক হও – রুখে দাও স্বাধীনতা বিরোধী অপশক্তি” এ প্রতিপাদ্য কে সামনে জামালপুরের সরিষাবাড়ীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার কার্য্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে কার্য্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদ জননী জাহানার ইমাম ও মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করা হয়।
এতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ডা: আ.ফ.ম ডা: শাহান শাহ্ মোল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন-একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র সুত্রধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ,জামালপুর জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি ও সদস্যবৃন্দ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।