৭ মার্চ, বাঙ্গালীর প্রেরণার দিন, অব্যক্ত অনুভূতি…
শুভ কুমার ঘোষ, গণমাধ্যম কর্মী।
জন্ম হয়নি আমার, ভাগ্য হয়নি সেই মহান পুরুষটাকে একপলক দেখার। তবে অনুভব করতে পারি মনের গহিন থেকে। রূপকথার নয়, আমাদেরই বাংলার জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালীর পিতা মানুষকে রক্তে আগুণ লাগিয়ে উজ্জীবিত করেছিলেন, বুঝিয়েছিলেন, স্বাধীনতার কোনও বিকল্প হতেপারেনা। তিনি বুঝিয়েছিলেন আমাদের একমাত্র পরিচয় আমরা বাঙ্গালী। ততদিনে বীর বাংগালী অস্ত্র ধরার কথা চিৎকার করে বলতে শিখে গেছে, ততদিনে স্বাধীনতা পাবার আকাঙ্ক্ষায় উত্তাল হয়েগেছে সমগ্র দেশ। ৭ কোটি মানুষ কে একাত্মায় রুপান্তরিত করার সর্বশেষ প্রক্রিয়ায় আজকের এই দিনে তর্জনী উঁচিয়ে বজ্রকন্ঠে উচ্চারিত হল সেই অমর বানী! #রক্ত_যখন_দিয়েছি_রক্ত_আরো_দেব_এ_দেশের_মানুষকে_মুক্ত_করে_ছাড়বো_ইনশাআল্লাহ।#এবারের_সংগ্রাম_আমাদের_মুক্তির_সংগ্রাম_এবারের_সংগ্রাম_স্বাধীনতার_সংগ্রাম।’ #বিনম্র_শ্রদ্ধা_সেই_মহান_পুরুষের_প্রতি। #ভুলিনি_ভুলবোনা_ভুলতে_দিবনা