৬ মাসে ৭ বার ভ্রাম্যমান আদালত পরিচালনা, তবুও সয়দাবাদে বালু উত্তোলন বন্ধ করেনি নবীদুল চেয়ারম্যান !
নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জে বালু যেন সোনা। সিরাজগঞ্জের সয়দাবাদের গাছাবাড়ি, পঞ্চসোনা ও পূর্বমোহনপুর গ্রামে বিগত ৬ মাসে ৭ বার ভ্রাম্যমাণ পরিচালনা করেও বন্ধ করা যায়নি বালু উত্তোলন। এই বালু সিরাজগঞ্জে বিভিন্ন রাস্তাঘাট মেরামত, বিভিন্ন বাড়িঘরসহ স্থাপনা প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। দিনে প্রায় সয়দাবাদের গাছাবাড়ি, পঞ্চসোনা ও পূর্বমোহনপুরে ৩টি বালু পয়েন্ট থেকে ২৫০ থেকে ৩০০টি ট্রাক বালু লোড করে থাকে। প্রত্যেক ট্রাক থেকে বালুর মূল্য বাবদ নেওয়া হচ্ছে ৩’শ টাকা। এলাকার মুরুব্বি তফিজ উদ্দিন বলেন, রাত্রে ভেকু দিয়ে বালু মাটি আগলা করে রাখে, দিনে ভেকু সরিয়ে ফেলা হয় এবং দিন ভর বালু ভর্তি করে ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রাক ড্রাইভার জাহিদ বলেন, আমরা প্রত্যেক ট্রাক বাবদ গাছাবাড়িতে কালা’র কাছে ও পঞ্চসোনায় দানিবের কাছে ৩’শ টাকা দিয়ে বালু লোড দিয়ে নিয়ে যায়। আমরা পছন্দের মত গ্রাহকের কাছে এই বালু ১৫’শ ২ হাজার টাকায় বিক্রি করি। দিনে প্রায় আমি ১৫ থেকে ১৮টি টিপ মারতে পারি। বালু উত্তোলনের বিষয়ে সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবীদুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার একটি রাস্তার কাজ চলছে। সেই রাস্তায় কিছু বালু আমি ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছি। এবিষয়ে সয়দাবাদ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বলেন, বিগত ৬ মাসে গাছাবাড়ি, পঞ্চসোনা ও পূর্বমোহনপুরে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ড ও জেল জরিমানা করা হয়েছে। গতকালও আমি গাছাবাড়িতে গিয়ে বালু উত্তোলন বন্ধ করেছি। সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: আনিসুর রহমান বলেন, ৩.১২.২০১৮ইং তারিখে সয়দাবাদে পঞ্চসোনায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫৪ হাজার ৫’শ টাকা, ০৯.১২.২০১৮ তারিখে গাছাবাড়িতে ১ লাখ টাকা, আবারো গাছাবাড়িতে ২৯.০১.২০১৯ তারিখে ১ লাখ টাকা ও ০৩.০২.২০১৯ইং তারিখে পূর্বমোহনপুরে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, আমরা যখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি তখন স্পোটে কাউকে না পেলে শাস্তির আওতায় আনতে পারি না