৬৪ তম জন্মদিন বীরযোদ্বা-গোলাম মোস্তফার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
বীর মুক্তিযোদ্বা,সাংবাদিক,রাজনীতিবিদ,সাংস্কৃতিক কর্মী,সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফার আজ ৬৪ তম জন্মদিন। গোলাম মোস্তফা উল্লাপাড়া প্রেসক্লাবে প্রতিষ্ঠতা, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক সংবাদ পত্রিকার সিরাজগঞ্জ জেলা ও উল্লাপাড়া উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন । তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে সাংবাদিকতা করে আসছেন। আপোসহীন এই অকুতভয় সাংবাদিক বর্তমানে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলটির উপজলার সাধারন সম্পাদক সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সদস্য।
তিনি ১৯৭১ সালে অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্বে। অস্ত্র হাতে নিয়ে পাক-হানাদার বাহিনীর বিরুদ্বে একাধিক সন্মুখ যুদ্বে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযোদ্বা সাংবাদিক হিসাবে ইতিমধ্যে তিনি বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে সন্মাননা অর্জন করেন। তিনি দেশের চারন সাংবাদিক খ্যাত মোনাজাত উদ্দিনের সাথে সাংবাদিকতা করেছেন। মোনাজাত উদ্দিনের পুরষ্কারপ্রাপ্ত কান সোনার মুখ বইয়ে তা লিপিবদ্ব আছে। গোলাম মোস্তফা দেশের প্রাচিনতম দৈনিক সংবাদের সিরাজগঞ্জ জেলা ও উল্লাপাড়া উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন । এ সময় তিনি একের পর এক সাহসী প্রতিবেদন করে আলোচিত হন। নীতি নৈতিকতার সাথে আপোষহীন এই অকুতভয় সাংবাদিক এখনো এই জনপদের সাংবাদিকদের কাছে শুরুজন হিসাবে পরিচিত। সাদা মনের বিনয়ী এই মানুষটির বিচরন সাংবাদিকতা,রাজনীতি,সাংস্কৃতিক কর্মকান্ড ছাপিয়ে সবত্র।
তিনি উপজেলা পর্যায়ে “এসো আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং “এসো আমরা বঙ্গবন্ধুকে জানি” অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন । জন্মদিনে গুনি এই মানুষটির জন্য সবার কাছে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি।
উল্লাপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার ও সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভাই এর দীঘায়ু ও মঙ্গল কামনা করছি ।