৬দফা দাবিতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের ২য় দিনের মতো চলছে অবস্থান কর্মসুচি ।
মোঃ ইউনুস আলী মিঠু ( জাতীয় প্রেস ক্লাব, ঢাকা) :
দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবারের সাথে অসদাচরণ, সন্তানকে চাকরিচ্যুত, পরিবারকে বাস্তুচ্যুত করে মানসিকভাবে ভেঙ্গে পড়া বীর মুক্তিযোদ্ধার অভিমানে অছিয়ত অনুযায়ী মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না নেয়ার ঘটনায়, দিনাজপুর সদরের- সহকারী কমিশনার (ভূমি) আরিফুল সহ তদন্ত সাপেক্ষে জড়িতদের চাকুরিচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৬ দফা দাবিতে, ২য় দিনের মত আজও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অবস্থান করছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা। তাদের কর্মসূচি দাবি অাদায় না হওয়া পর্যন্ত চলবে। ৬দফাগুলো হলো-
১। দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবারের সাথে অসদাচরণ, সন্তানকে চাকরিচ্যুত এবং পরিবারকে বাস্তুচ্যুত করার অপরাধে, দিনাজপুর সদরের- সহকারী কমিশনার (ভূমি) আরিফুল, এডিসি(রাজস্ব) ও জেলা প্রশাসকসহ জড়িতদের বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে চাকরিচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে
২। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩। বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল হোসেন এর পরিবারের আবাসন এবং আর্থিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪। বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, পারিবারিক সুরক্ষা আইন এবং মুক্তিযোদ্ধা পরিবারের উপর অব্যাহত নিপীড়ন-নির্যাতন বন্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৫। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে।
৬। প্রশাসন এবং নিয়োগবোর্ড থেকে মুক্তিযোদ্ধা পরিবার বিরোধীদেরকে ছাটাই করতে হবে।
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের পক্ষ থেকে অহিদুল ইসলাম তুষার বলেন, যাদের আত্মত্যাগে এই দেশ, তাঁদেরকে অবমাননা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবস্থান কর্মসূচিতে রয়েছেন, মুক্তিযোদ্ধার সন্তান এস এম তোফায়েল আহমদ, রনজু, আরফান, মনির, শাফিন, কিবরিয়া, কবির মোল্লা,জাকির প্রমুখ।