উল্লাপাড়া

৩৭ বছর পর আবারো ৫ শিশু ফুল দিয়ে স্বরণ করলেন ভাষা শহিদদের

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ

দীর্ঘ ৩৭ বছর পর উল্লাপাড়ার প্রথম নির্মিত শহিদ মিনারে ৫ শিশু ফুল দিয়ে ভাষা শহিদদের স্বরণ করলেন । সোমবার ২১ ফেব্রুয়ারী ভোর ৬ টায় বিনতে নামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তার ৪ সহ পাঠিকে সংগে নিয়ে সত্তর দশকে নির্মিত ওই শহিদ মিনারের পাদতলে ফুল অর্পণ করেন ।

উপজেলা প্রশাসন থেকে এবার ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে প্রথম নির্মিত শহিদ মিনারে ফুল দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা যায়নি । উল্লাপাড়ার প্রথম নির্মিত শহিদ মিনারটি প্রায় ৩৭ বছর পূর্ব থেকেই শহিদ মিনারটির চারপাশ গাছপালা ও লতাপাতায় ঢেকে যায় । সেই থেকে ওই শহিদ মিনারটিতে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানো বন্ধ হয়ে যায় । তারপর থেকেই অবহেলার পালা ।

অনেক লেখালেখির পর এ বছর উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ তার নিজ উদ্যোগে ওই অবহেলিত শহিদ মিনারটি সংস্কার করেন, এবারে একুশের আয়োজন করবেন বলে । স্বাধীনতার পর ১৯৭২ সালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পূর্বপার্শ্বে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের জায়গায় শহিদ মিনারটি নির্মান করা হয়। ১৯৮৫ সাল পর্যন্ত স্থানীয় বাসিন্দারা শহিদ মিনারটিতে একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় দিবসে ফুল দেওয়া ও নানা অনুষ্ঠানের আয়োজন করতেন। পরবর্তী সময়ে উপজেলা শহরে থানার মোড়ে আরও একটি শহিদ মিনার নির্মিত হলে ওই শহিদ মিনারের গুরুত্ব কমে যায় । ধিরে ধিরে গাছপালা বড় হয়ে এদের ডালপালায় পুরো মিনারটি ছেয়ে যায়। অযত্নে অবহেলায় লতাপাতা ঢেকে যায় মিনারের গা ও পাদদেশ।

পুরো অন্ধকারে আচ্ছাদিত হয় শহিদ মিনারটি। বন্ধ হয়ে যায় সকল অনুষ্ঠান আয়োজন। উল্লাপাড়ার প্রথম শহিদ মিনার নির্মাতাদের মধ্যে বেঁচে থাকা কয়ড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম জানান, ‘৭২ এর প্রথম দিকে স্থানীয় নবগ্রাম গ্রামের সে সময়ের ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক মজনুর (প্রয়াত) নেতৃত্বে উল্লাপাড়ার সাবেক এমপি আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা (প্রয়াত), বীর মুক্তিযোদ্ধা মীর আমিরুল ইসলাম হিরু(প্রয়াত), বীর মুক্তিযোদ্ধা মীর নওশাদ হোসেন(প্রয়াত), মীর ফিরোজ হায়দার মিনু(প্রয়াত), মোঃ জুলকার নায়েন পোস্টিং, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আলমগীর (প্রয়াত), বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মির্জা (প্রয়াত), বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইফতেখার মবিন পান্না (প্রয়াত) এই শহিদ মিনারটি নির্মান করেন।

পার্শ্ববর্তী তদানিন্তন পিডাব্লুডি’র গুদাম থেকে রড সিমেন্ট সংগ্রহ করে এটি তৈরি করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, তিনি কিছুদিন আগে প্রথম নির্মিত অবহেলিত শহিদ মিনারটির বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন। এরপর ওই শহিদ মিনারটি সংস্কার করেন যাতে এ বছর একুশে ফেব্রুয়ারিতে ওই শহিদ মিনারে আবারো স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । তিনি বিকেলে ওই শহিদ মিনার পরিদর্শন করবেন । তবে প্রশাসন থেকে দু’ স্থানে শ্রদ্ধা নিবেদন করতে পারেন না ।

মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়া, সিরাজগঞ্জ।