২৮ ফেব্রয়ারি জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করা লক্ষে মত বিনিময় সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলাj আওয়ামীলীগের আসন্ন ২৮ শে ফেব্রুয়ারিতে ত্রি -বার্ষিক সম্মেলন সফল করা লক্ষে ৭,৮,৯,১২ ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদ্রাসা প্রাঙ্গণে পৌর এলাকায় ৭, ৮,৯ ও ১২ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আসন্ন ২৮ শে ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী ইসাহাক আলী সভাপতিত্বে ও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি শেখ সাইফুল্লাহ সাদী সঞ্চালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসান।
এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক বদরুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামীলীগ নেতা আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ১ নুরুল হক, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল হাকিম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন, জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হোসেন আলী প্রমূখ।
এ সময় ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান বলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আসন্ন ত্রি – বার্ষিক সম্মেলন ২৮ শে ফেব্রুয়ারি নির্বাচন সিরাজগঞ্জ সরকারি কলেজের অনুষ্ঠিত হবে। সম্মলন কে সুন্দর ও সার্থক করতে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের সাফল্যমন্ডিত করতে আহবান করেন।