২২শে ফেব্রুয়ারি ৩০% মুক্তিযোদ্ধা কোটা পূর্ণবহাল সহ ৬দফা দাবিতে শাহবাগে আবারো অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা।
মোঃ ইউনুস আলী মিঠু ( ঢাকা ) :
৩০% মুক্তিযোদ্ধা কোটা পূর্ণবহাল সহ ৬ দফা দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারী ( বিকাল ৫ টা থেকে রাত্রি ১০ টা) শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষনা দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম( চাকুরী প্রত্যাশী এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ) সংগঠন । সংগঠনটির সদস্য সচিব অহিদুল ইসলাম তুষার সূত্রে এই তথ্য জানা যায়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু নির্বাচনের জন্য আমরা কিছুদিন আন্দোলন থেকে বিরত ছিলাম, আবার আমরা মাঠে নেমেছি, আন্দোলন সফল করেই ঘরে ফিরবো, ইনশাআল্লাহ্। এ অবস্থান কর্মসূচিতে যোগদানের জন্য দেশের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের আহবান জানিয়েছেন । যে সকল দাবিতে তারা আন্দোলন করছে, দাবিগুলো হলোঃ- ১.জাতির পিতা এবং তার পরিবারসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননাকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ২.সরকারি সকল চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল,,সংরক্ষন এবং বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারী থেকে শতভাগ বাস্তবায়ন।স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। ৩.রাজাকারসহ স্বাধীনতা বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত রাজনীতি নিষিদ্ধ করন, তাদের বংশধরদের সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে অযোগ্য ঘোষনা এবং চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরীচ্যুত করতে হবে। ৪.বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রনয়ন এবং প্রয়োগ নিশ্চিত করতে হবে। ৫.সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল অপপ্রচার বন্ধ,কোটা সংস্কার আন্দোলনের নামে স্বঘোষিত রাজাকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলাসহ সকল প্রকার অরাজকতা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের যথাযথ এবংং দ্রুত আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৬.সরকারী চাকরীতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মদের বয়সসীমা প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে বৃদ্ধি করতে হবে।