২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চৌহালীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ মোঃ সম্পাদক ফারুক হোসেন সরকারের সঞ্চালনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় দিকে উপজেলার কাঁঠাল বাগান থেকে শুরু করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হজরত আলী মাষ্টার, সহ সভাপতি হাবিবুর রহমান, নূর মোহাম্মদ চৌধুরী সঞ্জু, নজরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মোল্লা বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক চুন্নু তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদুৎ, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় বর্বরোচিত ২১শে আগষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ঘাতকদের সহ এর মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানান বক্তারা। আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।