সিরাজগঞ্জ

২১শে আগস্ট থেকে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০০০টি গাছ রোপণ ও বিতরণ

নিজস্ব প্রতিবেদক ঃ

সিরাজগঞ্জ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে । শনিবার ২১ (আগস্ট) সকালে শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে আজ ২১ আগস্ট থেকে ১০দিন ব্যাপী চলমান এই কর্মসূচীতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কবরস্থান মিলিয়ে মোট শ খানেক প্রতিষ্ঠানে ১০০০টি গাছ লাগানো হবে।

প্রতিষ্ঠানসমূহের খসড়া তালিকা করা হয়েছে এবং আগামীকালের মধ্যে তালিকা চূড়ান্ত করা হবে। উক্ত কর্মসূচী বাস্তবায়ন এবং গাছগুলো রক্ষণাবেক্ষণে সিরাজগঞ্জের সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। “সিরাজগঞ্জে ১০০০ গাছ রোপণ কর্মসূচী” বাস্তবায়নের প্রস্তুতি মিটিং শেষে এবং অন্যান্য স্বেচ্ছাসেবীদের সাথে উদ্যোক্তা- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মাসুদুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।