সিরাজগঞ্জ

২০০৫ সালে সিরিজ বোমা হামলার দোষীদের শাস্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা যুবলীগের মানববন্ধন ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে- সিরাজগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে সংঘটিত সিরিজ বোমা হামলার দোষীদের শাস্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের এসএস রোডে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান, সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অ্যাডভোকেট বিমল কুমার দাস প্রমুখ। এতে সঞ্চালনায় ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক ।