“১৪ই ফেব্রুয়ারি” নিশি নুর রজনী
১৪ই ফেব্রুয়ারি নিশি নুর রজনী
গাহি প্রেমের গান,
ভালবাসা দিবসে পিতা-মাতার আশা করিও না বলিদান।
আবেগের বসে করোনা খেলা এলোমেলো করিও না কেশ,
পুতুল খেলার মত সন্ধ্যা হলেই আবেগের খেলা শেষ।
গাহিতেছি আমি সেই গান শুনো অন্তরাত্মা দিয়ে,
মুখের মধু, চোখের ভালবাসা দেখিয়ে যাবে তোমায় হোটেল, পার্কে নিয়ে।
ভালবাসা সেতো পবিত্র বস্তু হয়না দিবসকে ঘিরে,
আনন্দে মাতিতে যে চাইবে সেদিন বুঝে নাও দুষ্টু আত্মা তারি ভিতরে।
সম্মোধন করি সহোদর তোমায় দিওনা হিংস্র পশুর পরিচয়,
প্রেমিক-প্রেমিকার ভালবাসা শুধু ভালবাসা দিবসে নয়।
পিতা-মাতা,ভাই বোনেরে বল সেদিন ভালবাসি তোমারে,
তাদের চোখে মুখে ভালবাসার ছাপ আর সুখ মিলিবে তোমার অন্তরে।
দুষ্ট ভালবাসায় নষ্ট না হয়ে রাখো নিজের মান খানি,
১৪ই ফেব্রুয়ারিকে অনুসরণ করে আমার এই ক্ষুদ্র বাণী।