১২৮বোতল ফেন্সিডিলসহ ২মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ কর্তৃক হাটিকুমরুলে নওগা -ঢাকা গামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে অভিযান চালিয়ে ১২৮ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল মাদক সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ মে-২০১৯) সকালে আসামী (১)মোঃ রবিউল ইসলাম (৩৮), পিতা মৃত শের মোহাম্মদ, সাং-শাহারীবাটা (কামারপাড়া) এর নিকট হইতে ৯০ বোতল ফেন্সিডিল ও আসামী ২. মোঃরুবেল(১৫)পিতা মোঃ মোঃ বাদল সাং দারিগাছা এর নিকট হতে ৩৮ বোতল ফেন্সিডিল সর্বমোট২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উভয় থানা- শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ। তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুুুলিশ। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।