১১ জানুয়ারি হতে এনায়েতপুরী (রঃ) ৩ দিনব্যাপী ওরশ
উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা, ওলিয়ে-কামেল সিরাজগঞ্জের হযরত শাহ্ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ)-এর ১০৪তম বাত্সরিক ওরশ আগামী ২০১৯ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী ওরশের ১৩ জানুয়ারি রবিবার আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে।
গতকাল শুক্রবার সকালে এনায়েতপুর পাক দরবার শরীফে মাজার কর্তৃপক্ষ এবং দেশের প্রতিটি জেলা উপজেলা, ইউনিয়ন এবং ভারতের আসাম হতে আগত জাকের প্রধানদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে দরবারের বর্তমান গদ্দিনশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন (নুহু মিয়া) বাত্সরিক ওরশ শরীফের দিন ঘোষণা করেন।
এরপর ধর্মীয় এই মহাসমাবেশের প্রচারপত্রের চিঠি, লিফলেট, পোস্টার সকলের হাতে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন দরবার শরীফ কর্তৃপক্ষের খাজা কাওছার হোসেন, খাজা গোলাম
মেহেদী, খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ, পেশ ইমাম আলহাজ মাও. আব্দুল আওয়াল প্রমুখ। এরপর মাজার শরীফ জিয়ারত এবং গদ্দিনশীন হুজুর পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায় মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।