রায়গঞ্জ/সলঙ্গা

১টি পিকআপ ভ্যান তল্লাশিকালে ৫০৭ বোতল ফেন্সিডিল আটক -রায়গঞ্জের চান্দাইকোনায়

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে ট্রাফিক পুলিশ । আটক করা ব্যক্তি কথা বলতে পারেনা তার নাম পরিচয় ও জানাযায়নি।

রোববার (২৫ নভেম্বর’১৮) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, ট্রাফিক পুলিশ নিয়মিত ভাবে কাগজপত্র পরীক্ষার অংশহিসাবে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জন আসাদ ও তার টিম বগুড়াগামী একটি পিকাপভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৮৩৮৬) উক্তস্হানে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে গাড়ীর চালক কৌশলে পালিয়ে যায়। গাড়ীতে থাকা সহকারী একজন বোবাকে ট্রাফিক পুলিশ আটক করে।

গাড়ী তল্লাশী করে চালকের পিছনের সিট হতে ৩ বোতল ফেন্সিডিল ও গাড়ীর পাটাতন খুললে
অভিনব কায়দায় সাজানো রাখা আরো ৫০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ ঐ গাড়ীর চালক ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে, মামলা দায়ের করা হয়েছে।