হোসেনপুরে নোংরা অস্বাস্হ্যকর পরিবেশে পণ্য উৎপাদন মেয়াদত্তীর্ণ হওয়ার দায়ে আলামিন ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের পৌর এলাকার হোসেনপুরে আলামিন ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরির পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এর তারিখ না দেয়া,নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন,ট্রেড লাইসেন্স এর মেয়াদ না থাকা,কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার( ৭ ফেব্রুয়ারি-২০১৯) ভ্রাম্যমান আদালত ফ্যাক্টরির ম্যানেজার মোঃ পিন্টু শেখকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। অভিযানে সহযোগিতা করেন পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।