হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দূর্নীতি,মাদক ও বাল্যবিয়ে মুক্ত সিরাজগঞ্জ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভুমিকা রাখতে হবে। শিক্ষার্থীরাই আগামী প্রজন্মের ভবিষ্যত। সুষ্ঠ জাতী গঠনে ও মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নাই। শিক্ষার্থীদের মননশীল পরিবেশ তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠান কে নিয়মিত ভাবে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন সদর উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজা নুর দীপু, অধ্যাপক হাসনা হেনা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফী উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, লুৎফর রহমান পিন্টু, অভিভাবক সদস্য এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম হোসেন বুদ্দু, মজনুর রহমান,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আলোচনা অনুষ্ঠান পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সাগর কুমার সরকার ও ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক শামীম আরা বেগম লাজ।