হেরোইনসহ ট্রাকের হেলপার আটক- সলঙ্গায়
শুক্রবার (৬জুলাই)সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-রাজশাহী মহাসড়কে র্যাব-১২ সদর দফতরের সামনে ৩১৫ গ্রাম হেরোইনসহ আজাদ আলী (৩১) নামে এক ট্রাকের হেলপারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-১২) সদস্যরা। আটক আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের হুজরা কাজীপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর দফতরের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক থেকে হেলপার আজাদকে আটক করা হয়।
তার শরীর তল্লাশি চালিয়ে ৩১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।