সিরাজগঞ্জ

হিলফুল ফুযুল মডার্ণ উচ্চ বিদ্যালয়ে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ 

সিরাজগঞ্জ সদর উপজেলার  খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপিতে হিলফুল ফুযুল মডার্ণ উচ্চ বিদ্যালয়ে দুদক এর উদ্যোগেতে দুর্নীতি বিরোধী বিতর্ক,রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান   অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম রইচী।আরও উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ এর সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ জেল হোসেন,স্থানীয় বীরমুক্তিযোদ্ধা শেখ মোঃ আলাউদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে,” দুর্নীতি মোকাবেলায় শিশুদের নৈতিকতা শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছেন” এবং এছাড়া তিনি নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জুয়া সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন এবং সামাজিক ব্যাধিগুলো সমাজ থেকে দূর করতে তাদের আহবান জানান।