সিরাজগঞ্জ

হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধ করা হোক

সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না

সিরাজগঞ্জে শহর বা গ্রামের বিভিন্ন অঞ্চল ও উপজেলাগুলোতে ইদানিং হাতি দিয়ে চাদাবাজি যেন খামখেয়ালি বিষয় হয়ে দাড়িয়েছে। গত বৃহস্পতিবার শহরের স্টেশন রোড মৌসুমী হল কাছে হাতি দিয়ে টাকা তুলতে দেখাযায়।প্রাচীনকালে রাজা-বাদশারা হাতীতে চড়তেন ও হাতী বিভিন্ন কাজে ব্যবহার করতেন। হাতি চিড়িয়া খানায় ও রাখা হতো। পরবর্তী সময়ে হাতি দিয়ে সার্কাসে খেলা দেখিয়ে মানুষকে মুগ্ধ করা হতো বিনোদন দেয়া হতো।

মানুষকে বিনোদন দিয়ে কিছু বকশিস বা পারিশ্রমিক নেওয়া যায়। কিন্তু কোনো পরিশ্রম না করে দোকানে দোকানে, গাড়িতে গাড়িতে চাঁদাবাজি অবশ্যই অপরাধ।শুধু অপরাধ বললেই ভুল হবে এটা সম্পূর্ণ অনৈতিক একটা বিষয়। আজকাল প্রায়ই দেখা যায় বিভিন্ন শহরে ও জনবহুল এলাকাগুলোতে কিছু অসাধু লোক হাতি নিয়ে চাঁদাবাজি করে বেড়ায়।
এমনকি হাতিকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়ে থাকে যে দশ টাকা, বিশ টাকা সে কখনোই নেয় না। সর্বনিম্ন ৫০ টাকা সম্মানী দিতে হয়। রীতিমত এটা মানুষের উপর জুলুম। কেননা অনেকসময় দেখা যায় ছোট ছোট ব্যবসায়ী পথযাত্রী টাকা না দিলে হাতি শুঁড় দিয়ে তাকে ভয় দেখায়। এরূপ কর্মকাণ্ড অবশ্যই নিন্দনীয় এবং অপরাধের শামিল। তাই হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধে জনগণের সচেতনতা ও আইন প্রয়োগকারী সংস্থার নজরদারী প্রয়োজন।