হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের যমুনাতীরে অবস্হিত এতিহ্যবাহী বিদ্যাপীঠ হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ফেব্রুয়ারি-২০১৯) দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্র বিদ্যালয় প্রাঙ্গনে অনুুুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ পাউ’বো, শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব রেজাুল করিম, সাবেক খোকশাবাড়ীর ইউ’পি চেয়ারম্যান গাজী আব্দুলল হাই তালুকদার, খোকশাবাড়ী ইউনিয়ন আঃলীগের সভাপতি হেলাল উদ্দীন, সাবেক সভাপতি গাজী আব্দুল খালেক, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা ফজলুর রহমান প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৩ টি ইভেন্টে খেলায় ৬টি গ্রুপে খেলাধূলা করা হয়। এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রদান শিক্ষক ইসরাইল হোসেন। সার্বিক সহ যোগিতায় ছিলেন, অত্র স্কুলের সহকারি প্রধান শিক্ষক রাশিদা পারভীন, ওয়াজেদ আলী কপোত, শাহ আলম, ফরিদুল ইসলাম সহ সকল শিক্ষক বৃন্দ।