সয়দাবাদে ১০০বতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সয়দাবাদে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০বতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ০২(দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর
সার্বিক তত্ত্বাবধানে টিম বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার একান্ত প্রচেষ্টায় গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের উত্তর দিকে ঢাকাগামী মহাসড়ক ট্রাক লেন এলাকা থেকে মোঃ ওসমান গনি (৩৪) মোঃ আল আমিন (২২) নামের (০২)দুই যুবককে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত আসামীদের হেফাজতে থাকা ১০০বতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
আটককৃত আসামিরা হলেন ১) মোঃ ওসমান গনি (৩৪) পিতা মৃত- আব্দুল জব্বার ২) মোঃ আল আমিন (২২) পিতা- আব্দুল হক ওরফে হক সাহেব উভয়ের গ্রাম- পাটুয়াকান্দি থানা- ভেড়ামারা জেল- কুষ্টিয়া।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৩৬(১) সারনীর ১৪(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদের সিরাজগঞ্জে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
