সয়দাবাদে প্রান্তিক কৃষকদের ধানের লোকসান পুরনে ধান সংগ্রহ করা হয়।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীতে প্রকৃত প্রান্তিক কৃষকদের লোকসান পুরনে মাঠ পর্যায়ে বোরো ধান সংগ্রের কার্যক্রম উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। তিনি বলেন,
সরকার প্রান্তিক ও প্রকৃত কৃষকদের ধানের লোকসান পুরনে মাঠ পর্যায়ে ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। বোরো ধান রোপণের আগ্রহ বাড়াতে সরকার এ সিদ্ধান্ত গ্রহন করেন। কৃষক যেন ধান বিক্রয়ে ন্যায্য মুল্যে পান সেজন্য প্রতিটি ইউনিয়নে সরকারীভাবে ধান সংগ্রহে এলএসডি গোডাউনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সরকারীভাবে মাঠ পর্যায়ে বোরো ধান সংগ্রহে সকলের সহযোগীতা কামনা করেন। এ বছর ২৬ টাকা কেজি দরে সদর খাদ্য গুদামে ৭৫০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, সদর খাদ্য গুদাম সংরক্ষন কর্মকর্তা লীনা আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা ও সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম সহ এলাকার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধান সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে। ২৫ নভেম্বর এ কাম্পে ধান ক্রয় করা হবে।