সিরাজগঞ্জ

সয়দাবাদে ইউনিয়ন আঃলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

 

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত পুলিশের উপর হামলা চালানোর প্রতিবাদে ১০ নং সয়দাবাদ ইউনিয়নের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যমুনা ডিগ্রী কলেজ সংলগ্ন সার‌টিয়া তিন রাস্তার মোড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত জনন‌ন্দিত ইউ‌পি চেয়ারম‌্যান আলহাজ্ব নবীদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে ছিনিয়ে এনেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জামায়াত-বিএনপি’র নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করবেন। তি‌নি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বিএন‌পি নৈরাজ্য চালাচ্ছে। জামায়াত বিএনপির আন্দোলনের নামে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই প্রতিবাদ সভায় আরো বক্তব‌্য রাখেন ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি, আলহাজ আব্দুল আজিজ মন্ডল, সহ সভাপ‌তি, ইউসুফ মোল্লা, সাবেক সভাপ‌তি সাইদুল ইসলাম রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক রা‌শিদুল হাসান রাশেদ, সাংগঠ‌নিক সম্পাদক, প্রফেসর সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আহ‌ম্মেদ। যুবলী‌গের সাধারণ সম্পাদক রি‌গেন তা‌লুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি আব্দুল আলীম, ছাত্রলীগের সভাপ‌তি সাদ্দাম হো‌সেন, সা‌বেক ছাত্রলী‌গের সভাপ‌তি ন‌ওফেল আহামেদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান‌টি সহযো‌গিতা করেন সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম।

প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ