সড়ক দূর্ঘটনায় রায়গঞ্জে সংবাদপত্র এজেন্ট নুরুর পুত্রের অকাল মৃত্যু
আব্দুল কুদ্দুস তালুকদার :
সিরাজগঞ্জের রায়গঞ্জের জাতীয় ও স্থানীয় প্রায় সকল সংবাদপত্রের এজেন্ট এবং চান্দাইকোনার পাশের গাঁও দেবরাজপুরের বাসিন্দা নুরুল ইসলাম নুরুর স্কুল পড়ুয়া একমাত্র পূত্র মটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্র চান্দাইকোনা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জাফর ইকবাল ( ১৫) । এ ঘটনায় মটর সাইকেলে থাকা নিহতের দুই বন্ধু হাসান ও শান্ত মারাত্মক আহত হয়েছে। প্রত্যক্ষদর্ষী ও নিহতের স্বজনগনের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বাড়ী থেকে নিহত জাফর ইকবাল ঈদের কাপড় – চোপড় কেনার জন্য ১৫০ সিসি পালসার মটর সাইকেল যোগে বগুড়া যাবার পথে শেরপুরের শেরুয়া বটতলা নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের তলায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই নিহতের জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একমাত্র পূত্রকে এভাবে হঠাৎ হারিয়ে তার বাবা মা পাগলপ্রায় হয়ে পড়েছে। তাদের শান্তনা দেবার ভাষা পাচ্ছেনা আগত আত্মীয় স্বজন, প্রতিবেশীরা। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ও তার শোকসন্তোপ্ত পরিবারের সদস্য দের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রায়গঞ্জ প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক নেত্ব্বৃবৃন্দ ও হকার বৃন্দ।