স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ( ০১ জুন ২০২৩) সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে জেলা তথ্য অফিস সিরাজগঞ্জ ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ গনপতিরায় এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান। মতবিনিময় সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটিও শিক্ষা) সিরাজগঞ্জ মোঃ রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসনও অর্থ মোহাম্মদ হান্নান মিয়া, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার ভূমি এস এম রাকিবুল হাসান, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পএিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের মানুষের দেয়া রাজস্ব থেকে আপনাদের ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। যারা ফেলোশিপ পাচ্ছেন, সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে জাতীয় উন্নয়নে কাজ করতে হবে। কারণ, আমরা চাই দক্ষ মানবশক্তি গড়ে তুলতে। বিশ্ব এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আমাদের অর্থনীতি কৃষিনির্ভর।কৃষিতে যান্ত্রিকীকরণ করে উন্নত করতে হবে।পাশাপাশি শিল্পায়নও আমাদের দরকার। আর শিল্পায়নের ক্ষেত্রে চতুর্থ শিল্পবিপ্লব, সেটা আমাদের ধরা দরকার। তার উপযুক্ত দক্ষ মানবসম্পদও আমাদের গড়ে তুলতে হবে।’ আগামী দিনের বাংলাদেশ বা একচল্লিশের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজে সকলকে নিবিড় মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য ঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সিরাজগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, ও সরকারী অফিসের কর্মকর্তা সাংবাদিক, এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।