উল্লাপাড়া

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেয়নি চেয়ারম্যান ফোরাম

উল্লাপাড়া প্রতিনিধিঃ

১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ সহ সকল অঙ্গ সংগঠন গুলো উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেও আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান ফোরাম পুষ্পস্তবক অর্পণ করেনি ।
উল্লাপাড়া উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ ও ১ টি পৌরসভার মোট ১৪ জন চেয়ারম্যান ও ১ জন মেয়র সবই আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ও মেয়র । এরা বেশীরভাগই ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক । ১৪ জন চেয়ারম্যানের মধ্যে ১৩ জন চেয়ারম্যান উপজেলা চত্ত্বরে উপস্থিত থেকেও উপজেলা চেয়ারম্যান ফোরাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেননি ।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি এবখ ৬নং দূর্গানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ আবসার আলী জানান উপজেলায় এসেছি নতুন জেলা প্রশাসকের সম্বর্ধনা সভায়, তাছাড়া উপজেলা আওয়ামিলীগ এ বিষয়ে আমাদেরকে কিছু জানায়নি ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১০/০১/২০২৩